মুকুল-পুত্রের ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে বিজেপি

Odd বাংলা ডেস্ক: বাবার দেখানো পথেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের আগে ফেসবুক পোস্টে মমতা বাহিনীর সমালোচনায় সরব হতে দেখা গিয়েছিল মুকুল-পুত্রকে। একুশের ভোটে পদ্ম টিকিটে বীজপুরে লড়ে হেরে গিয়েছেন তিনি। আর তারপরই এবার BJP-র সমালোচনায় মুখর হলেন মুকুল রায়ের ছেলে।

ফেসবুক পোস্টে শুভ্রাংশু রায় লিখেছেন, 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন'। উল্লেখ্য, একুশের নির্বাচনে BJP-কে রুখে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মমতা সরকার। একুশের ফল ঘোষণার পর থেকেই নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করছে BJP। এই প্রেক্ষাপটে BJP-র নাম না করে যে ইঙ্গিতে শুভ্রাংশু ফেসবুক পোস্টে বার্তা দিলেন, তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.