সেরা ১০০ 'হ্যান্ডসাম' পুরুষের তালিকায় নাম উঠল সুশান্ত সিং রাজপুতের
Odd বাংলা ডেস্ক: ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের নিজের বাসভবনে রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার পর গঙ্গার বুক থেকে অনেক জল বয়ে গিয়েছে। খুন নাকি আত্মহত্যা?- সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য অধরাই থেকে গিয়েছে।
তবে আজও সুশান্ত জীবিত তাঁর অগণিত ভক্তের মনে। কারণ তাঁর ভক্তরাই তাঁকে সেরা ১০০ জন হ্যান্ডসাম পুরুষদের মধ্যে অন্যতম হিসাবে মনোনীত করেছেন।
সম্প্রতি টুইটারে একটি বিখ্যাত বিউটি ওয়ার্ল্ডের জন্য সেরা ১০০ হ্যান্ডসাম পুরুষের হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছে। নেটিজেনরা তাদের পছন্দের সেলিব্রিটিদের মনোনিত করেছেন। তার মধ্যে স্থান করে নিলেন প্রয়াত সুশান্ত। গত বছর থেকে সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কার্যত ফেটে পড়েছিল তাঁর ভক্তরা। আর এই তালিকায় সুশান্তকে স্থান করে দেওয়ার মধ্যে দিয়ে যেন ভক্তদের তরফে সুশান্তকে শ্রদ্ধঞ্জলি দেওয়া হল।
Post a Comment