ভয়ঙ্কর কিছু হিন্দু প্রথা! যা শুনলে শিউরে উঠবেন আপনি
Odd বাংলা ডেস্ক: নানা জাতি, নানা ধর্মের বাস ভারতে। তবে এ দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাস সংখ্যায় অনেক বেশি। তাঁদের নিজস্ব কিছু প্রথাও রয়েছে। যে প্রথা দেখলে শিউরে উঠতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু ভয়ঙ্কর প্রথার কথা..
শরীরে শিক গাঁথা –
কিছু তামিল গোষ্ঠী থাইপাসাম নামক এক ধরনের ধর্মীয় উৎসব পালন করে। এই ধর্মীয় উৎসবে দেবী মুরুগানের প্রতি ভক্তি জানিয়ে ভক্তরা তাদের দেহের বিভিন্ন অঙ্গ মোটা মোটা শিক দিয়ে গেঁথে ফেলে। দেবীর জন্মোৎসবে তারা জিহ্বা, বুক, হাত ইত্যাদি অঙ্গ শিক দিয়ে গেঁথে ফেলে এবং কিছু অতি মাত্রিক ভক্ত রয়েছেন যারা ভক্তি শ্রদ্ধার আবেগে অন্ধ হয়ে নিজের রক্তাক্ত শরীর দিয়ে ওয়াগন টানেন।
বাংলায় শিবের গাজন বা চড়কেও একইভাবে নিজের দেহে বা জিভে লোহার শিক গাঁথার প্রথা আছে।
লোহার কাঁটার ওপর লাফ –
চৈত্র মাসে চড়কের সময় এই প্রথা বাংলায় দেখা যায়। মাটিতে খেজুর গাছের কাঁটা লোহার শিক, ছুরি, বটীর মতো ধারালো অস্ত্র বিছানো থাকে। স্নান সেরে ভক্তরা উঁচু জায়গা থেকে এই ধারালো অস্ত্রের ওপর ঝাপ মারে। অনেক জায়গায় একে ঝাঁপান উৎসবও বলা হয়।
জ্বলন্ত কয়লার ওপর হাঁটা –
দক্ষিণ ভারতে খুব জনপ্রিয় প্রথা এটি। বলা হয় ‘তিমিথি’ উৎসব। বেশ কিছুটা এলাকা জুড়ে বিছানো থাকে জ্বলন্ত কয়লা। মা সীতাদেবীর প্রতি সম্মান জানিয়ে খালি পায়ে সেই কয়লার ওপর দিয়ে হেঁটে যায় ভক্ত। এই প্রথা পালন করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে।
শিশু ছোঁড়া –
প্রতি বছরের ডিসেম্বরে ধুমধামের সঙ্গে এই প্রথা পালন করা হয়। প্রায় ২০০ ফুট ওপরে মন্দিরের চূড়া থেকে ছুঁড়ে দেওয়া হয় সদ্যোজাতকে। নীচে বড় কাপড় নিয়ে হাজার-হাজার মানুষ ছুঁড়ে দেওয়া শিশুকে লুফে নেওয়ার জন্য অপেক্ষা করেন। বিশ্বাস, এতে বিবাহিত দম্পতি সুস্থ সন্তান লাভ করবে। এই প্রথাকে নিষিদ্ধ করার কথা ভাবছে ভারত সরকার।
Post a Comment