Big News: উত্তরপ্রদেশ-বিহারের করোনা মৃতদেহ ভেসে আসছে বাংলায়!
বিশেষ প্রতিবেদন: করোনায় এখন দেশজুড়ে কেবল হাহাকার। জ্বলছে গণচিতা। হাসপাতাল থেকে বাড়ি, সর্বত্রই ভয়ঙ্কর পরিস্থিতি। তার মধ্যেই হাড়হিম করা ছবি ফউটে উঠেছে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ-বিহারে। সেখানে গঙ্গা-যমুনায় ভাসতে দেখা গিয়েছে শতাধিক মৃতদেহ।
অনেকের মতে, এসবই করোনার মৃতদেহ। সৎকারের বদলে এসব দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর বুকে। আর এই ভয়ঙ্কর দৃশ্যই উদ্বিগ্ন বাড়িয়েছে বাংলায়।
ভিনরাজ্যে করোনায় যেসব দেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যেই কিছু দেহ ভাসতে ভাসতে এসে পৌঁছে যাচ্ছে মালদায়। ফলে মালদা জেলাজুড়ে তৈরি হয়েছে সংক্রমণের আতঙ্ক।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এ জেলার ডিএম, এসপি এবং সিএমওএইচ সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। তৈরি রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম। এই টিমই বিজ্ঞানসম্মতভাবে যাতে সংক্রমণ বা দূষণ না ছড়ায় সেই মতো ব্যবস্থা নিয়ে দেহ সৎকার করার জন্য প্রস্তুত রয়েছেন। এই টিমই সসম্মানে সৎকার করবে ভিনরাজ্য থেকে ভেসে আসা দেহগুলিকে।
তাই অযথা আতঙ্ক হওয়ার কিছু নেই। প্রশাসন যথেষ্ট তৎপর গোটা ঘটনা নিয়ে।
Post a Comment