'সেক্স করতে চাই', লকডাউনে বেরনোর জন্য ই-পাসের আবেদন ব্যক্তির!
Odd বাংলা ডেস্ক: এরাজ্যের মতো অধিকাংশ রাজ্যেই কার্যত লকডাউন। করোনার সংক্রমণ রুখতে এই একই পথে হেঁটেছে কেরল। বাড়ি থেকে বেরলেই লাগছে ই-পাস। নচেৎ ধরা পড়লেই কড়া শাস্তি। আর সম্প্রতি একটি ই-পাসের আবেদন দেখে চমকে উঠেছেন কেরালার পুলিশ প্রশাসন। যৌন সঙ্গমের জন্য ই-পাস! কান্নুরের কান্নাপুরম এলাকার এক ব্যক্তি ‘সেক্স করতে চাই' এই কারণে ই-পাসের আবেদনে জানিয়েছিলেন।
এরকম আবেদন চাক্ষুস হতেই অবাক হয়ে ওঠেন পুলিশ অফিসাররা। তবে এই আবেদন মঞ্জুর হবে কিনা তা জানতে চেয়ে কান্নুরের শেষে পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়। আবেদন শুনে ওই ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। তারপরেই বালাপট্টনম থানার পুলিশ ওই ব্যক্তির হদিশ পায়।
এবারই ঘটনার টুইস্ট। পুলিশের জেরার মুখে পড়ে সম্পূর্ণ উল্টো বয়ান দেন ওই ব্যক্তি। তিনি জানান, তিনি এরকম কোনও কারণে আবেদন জানাননি। সব বিপত্তি ঘটে অটো টাইপিংয়ের জেরে। এর ফলেই নাকি তাঁর ই-পাসের আবেদনে ভুল লেখা হয়ে গিয়েছিল। যুক্তি দেন যে তিনি লিখতে চেয়েছিলেন ‘সন্ধ্যা ৬টায়’ অর্থাৎ 'সিক্স ও ক্লক'। তার বদলে অটোটাইপিং-এর জেরে ‘সিক্স' হয়ে যায় ‘সেক্স'। তারপর অবশ্য তাঁর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চান। পুলিশের তরফে যদিও তাঁর এই বর্ণনা মেনেও নেওয়া হয়। তবে এই ঘটনা নেটদুনিয়ায় আসতেই ছড়িয়ে পড়ায় অবাক হন নেটনাগরিকরা।
Post a Comment