এই মন্দিরে বিয়ে হয়েছিল হর-পার্বতীর

Odd বাংলা ডেস্ক: ভারতে এমন কয়েক হাজার মন্দির আছে যা অপার রহস্য ও মহিমায় ভরা। তার মধ্যে থেকেই বেশ কিছু মন্দির ইতিহাসের পাতা থেকে খুব বেশি প্রকাশ্যে আসেনি। মনে করা হয় মন্দিরগুলিতে হিন্দু দেবদেবীর নানা অজানা ঘটনার কথা লুকিয়ে রয়েছে। তেমন এক মন্দির রয়েছে ভারতের মধ্যেই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়।

মন্দিরটির নাম ত্রিযুগী নারায়ণ মন্দির। যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্যে এই জায়গাটি বেশ আকর্ষণীয়। পাহাড়ের কোলে বরফে ঢাকা এই মন্দিরটি রয়েছে। লোকমুখে প্রচারিত যে এই মন্দিরেই নাকি হর-পার্বতী এক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই পবিত্র কারণেই এই মন্দিরের টানে সেখানে ছুটে যান দম্পতিরা। যারা নতুন বিয়ে করেন তারা এই মন্দিরে পুজো দিতে বিশেষ আগ্রহী।

আবার যারা বহুদিন ধরে সংসার করছেন তারাও সংসারের মঙ্গলের জন্যে যান শিব-পার্বতীর কাছে পুজো দিতে। গোটা বিশ্বে খ্যাত চারধামকে এখন রীতিমতো টেক্কা দিচ্ছে এই মন্দির।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯৮০ মিটার উঁচুতে এই মন্দির দর্শনার্থীদের অবাক করেছে। তবে এখানেই মন্দিরের মহিমার শেষ নয়।মন্দিরে ঢোকার রয়েছে একটি অনন্ত প্রজ্বলিত দীপ। মনে করা হয় এই দ্বীপকে সাক্ষী মেনেই সাত জন্মের বন্ধনে আবদ্ধ হন শিব-পার্বতী। এই মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুর রুপোর একটি মূর্তি। সঙ্গে দেখতে পাবেন লক্ষ্মী, সীতা, রাম ও কুবেরের মূর্তিও।

মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বহ্মশিলা। ঠিক এই স্থানেই তাদের বিয়ে হয় বলে বিশ্বাস মানুষের। মন্দির প্রাঙ্গণে চারটি পুকুরও রয়েছে। গুট্টুর-কেদারনাথের পথে ৫ কিলোমিটার ট্রেক করতে পারলে এই মন্দিরে শিব-পার্বতীর দর্শন পাবেন।উত্তরাখণ্ডের পর্যটন শিল্পে গতি এনেছে এই ত্রিযুগী নারায়ণ মন্দির। তাই মহামারীর সময়েও ভক্তের সমাগম ঘটছে এই মন্দিরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.