সংক্রমণ এড়াতে দুই যুবকের অভিনব কাণ্ড, ভিডিও ভাইরাল
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাই নিজের মতো করে পথ অবলম্বন করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে অবাক না হয়ে থাকা যায় না।
আইপিএস কর্মকর্তা রুপেন শর্মা ওই ভিডিও শেয়ার করেছেন। দেশে করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার মতো আরও একাধিক নিয়ম অনুসরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বেশিরভাগ লোকেরাও এই নিয়ম অনুসরণ করছেন। আর করোনার এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সংক্রমণের হাত থেকে বাঁচার একাধিক সব আজব ও অদ্ভুত ধারণা বা উপায় নিয়ে হাজির হচ্ছে সাধারণ মানুষ।
যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে আপনিও হয়তো হাসি থামাতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক বাইকে বসে সামাজিক দূরত্ব মেনে চলছে। শুধু তাই নয়, ভাইরাসের হাত থেকে বাঁচতে ডমেস্টিক ল্যান্ড বুদবুদ পরিষেবাটিও অবলম্বন করছে।
পাশাপাশি, অটো, ক্যাব বা ট্যাক্সির মতো বানাতে পলিথিনের ঢালও ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
#Domestic #Land_Bubble Service
— Rupin Sharma IPS (@rupin1992) May 25, 2021
Safety Measures फ़ॉर #Corona pic.twitter.com/Vo8qrJf55o
Post a Comment