চাঞ্চল্যকর রিপোর্ট, ভারতে করোনায় অনাথ শিশুর সংখ্যা ৩০ হাজারের বেশি!


Odd বাংলা ডেস্ক: চাঞ্চল্যকর তথ্য দিল এনসিপিসিআর। তাদের রিপোর্ট অনুযায়ী, মহামারিতে মা-বাবা-কে হয়েছে ৩০ হাজারেরও বেশি শিশু। দেশে সবমিলিয়ে অনাথ হয়েছে ৩০ হাজার ৭১জন শিশু। যার মধ্যে মহামারিতে বাবা ও মা দুজনকেই হারিয়েছে ৩,৬২১ জন শিশু। ২৬,১৭৬ জন শিশু বাবা এবং মায়ের মধ্যে কোনো একজনকে হারিয়েছে। আর ২৭৪ জন পরিবার থেকে পরিত্যক্ত হয়েছে।

এনসিপিসিআর-এর তথ্য আরও থেকে জানা যায়, করোনায় সবথেকে বেশি অনাথ হয়েছে মহারাষ্ট্রের শিশুরা। সেরাজ্যে অনাথ হয়েছে ৭,০৮৪ জন। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, বিহার এবং ওড়িশাতেও শিশুদের অনাথ হওয়ার সংখ্যাটাও বেশি।

ঠিক কতজন বালক-বালিকা অনাথ হয়েছে করোনার জেরে? সেই নিয়েও সবিস্তার তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যানুযায়ী, অনাথ হওয়া শিশুদের মধ্যে বালকের সংখ্যা ১৫,৬২০ জন। ১৪,৪৪৭ বালিকা অনাথ হয়েছে করোনার জেরে। এবং ট্রান্সজেন্ডার সংখ্যা ৪ জন। অনাথ শিশুদের মধ্যে অর্ধেকেরই বয়স ১৫ বছরের নীচে। ৪ থেকে ১৩ বছরের মধ্যে রয়েছে অর্ধেকের বেশি শিশু।

ভবিষ্যতের কথা মাথা রেখে অনাথ শিশুদের জন্য সম্প্রতি বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষে ঘোষণা করা হয়, করোনা আক্রান্ত হয়ে যাদের বাবা-মা মারা গিয়েছে, সেসব শিশুরা যখন ১৮ বছরে পৌঁছবে তখন তাদের জন্য থাকবে ১০ লক্ষ টাকার তহবিল। তাদের উচ্চশিক্ষার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। ২৩ বছরে তারা এককালীন টাকাও পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.