৪৮ ঘণ্টা পার, বিদ্যুৎ-বিচ্ছিন্ন বেহালার শকুন্তলাপার্ক

Odd বাংলা ডেস্ক: রাস্তায় জলভর্তি তো আছেই। তার ওপর আবার সোনায় সোহাগা হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা। শুক্রবার রাতটা দুর্বিসহ কাটলো বেহালা শকুন্তলা পার্কের ১৬ ফুট এলাকার মানুষের। কার্যত প্রশাসনের কোনও হেলদোল নেই এ বিষয়ে। CESC -কে বারে বারে জানানোর  পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গলির ভেতরে জল জমে থইথই। সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।

এই ১৬ ফুট এলাকায় বহু নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। ৩ মাস পর পর Property Tax হিসেবে দিতে হয় মোটা টাকা। কিন্তু কোথায় কি? বহুতলে বিদ্যুৎ নেই, জল নেই। ভয়াবহ পরিস্থিতিতে দিন গুজরান করছে ১৬ ফুট এলাকার মানুষ। CESC তে ফোন করলেই মিলছে কেবল আশ্বাস আর Docket নম্বর। এলাকার বাসিন্দারা বলছেন কোনওদিন এরকম অবস্থা হবে ভাবতে পারিনি। 

এদিকে জল জমে রাস্তার পাশের নালার নোংরা উঠে এসেছে রাস্তায়। একেই করোনা পরিস্থিতি তার মধ্যে এরকম হলে তো রোগ ছড়িয়ে পড়বে এলাকা জুড়ে। বহুজাতিক সংস্থায় কর্মরত বহু মানুষেরই তো এখন ওয়ার্ক ফ্রম হোম। তারা কোথা অফিস করবে ব্যাঙ্গালোর ভিত্তিক অফিসগুলি কেন শুনবে এই মানুষগুলোর কথা। নুন্যতম ইলেকট্রিসিটির সুবিধা যদি মানুষ না পান তাহলে কী করে জনসাধারণ বাঁচবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.