Odd বাংলা ডেস্ক: আগেই পিকে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে এখনই ভাঙছে না তৃণমূল-আইপ্যাক গাঁটছড়া। সূত্রের খবর অনুযায়ী আগামী পাঁচ বছর তৃণমূলের সঙ্গে আগের মতোই কাজ করবে প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC। অর্থাৎ আগামী লোকসভা ভোট তো বটেই এমনকি পরবর্তী বিধানসভা ভোটেও আইপ্যাককে দেখা যাবে তৃণমূলের রথের দড়ি ধরতে। এখন যে পরিকাঠামোয় আইপ্যাক কাজ করে তা অপরিবর্তিত রেখেই ২০২৬ পর্যন্ত আইপ্য়াক কাজ চালাবে তৃণমূলের সঙ্গে, চুক্তি এমনই।
ভোটের অনেকটা আগে থেকেই প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করেছিলেন, তৃণমূল ২০০ আসন পার করবে। বিজেপি ১০০ আসন ওপাবে না। এমনকি তিনি এমনও বলেছিলেন, তাঁর ভবিষ্যদ্বাণী যদি ভুল হয় তবে তিনি এই পেশাই ছেড়ে দেবেন। বলাই বাহুল্য ভোট কুশলী প্রশান্ত কিশোর জ্যোতিষীর মতো অঙ্ক মিলিয়ে দিয়েছেন। কিন্তু বিপক্ষ শিবিরে ধ্বস নামিয়েও প্রশান্ত কিশোর ঘোষণা করেন তিনি আইপ্যাক ছাড়তে চান, চান নতুন কিছু করতে।
এখন সবার মনে একটাই প্রশ্ন তিনি কি এবার সক্রিয় রাজনীতি করবেন? আর করলে কি তিনি কোনও দলে যোগ দেবেন নাকি নিজের দল তৈরি করবেন।
Post a Comment