Odd বাংলা ডেস্ক: বলিউডে তখন সিনেমা মানেই সুর হল শচিন কত্তার আর গাইবেন কিশোর কুমার। আর তাই মাঝে মাঝেই শচিন দেব বর্মণদের বাড়িতে বসত গানের সিটিং। তো এরকমই একদিন গানের সিটিং চলছে, কিশোর কুমার গাইবেন। আচমকা হাজির হলেন রাহুল দেব বর্মণ। কিশোর কুমারের দিকে তাকিয়ে বললেন। কি কিশোর দা, বিকেল বেলা মাদ্রাজ ক্যাফে যাবে তো?
আরও পড়ুন: পঞ্চম বাড়িতে চাষ করতেন লঙ্কা
এখন বিষয় হল পঞ্চমের সঙ্গে শচিন কত্তার মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকত সুর নিয়ে। কারণ শচিন কত্তা লোকসঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। আর পঞ্চম শুধু ওয়েস্টার্ন শুনতেন। বোধহয় সেদিন এমনই কোনও ঝামেলা হয়েছিল বাপ-ব্যাটার মধ্যে। তো রাহুলের কিশোর কুমারের প্রতি এমন বিশেষ বন্ধুত্ব দেখে গেলেন তিনি রেগে। বললেন পঞ্চমের সঙ্গে তুমি আবার মিশছো নাকি? ওর সঙ্গে মিশো না। ও খুব একটা ভাল ছেলে নয়।
Post a Comment