Odd বাংলা ডেস্ক: বাংলা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষে, ইংরেজি ক্যালেন্ডার হিসাবে আগামী ১০ জুন হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুযায়ী আবার ওই একই দিনে রয়েছে শনি জয়ন্তী। সূর্য ও শনির মহাজাগতিক যুগলবন্দি ঘটবে সেদিন। পুরাণ অনুসারে শনি জয়ন্তী কর্মফলের দেবতা শনির জন্মতিথি। সেদিন বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের ৯০ শতাংশ ঢাকা পড়বে। কোনও কোনও স্থান থেকে সেদিন রিং অফ ফায়ার দেখা যাবে।
যদিও উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরের সামান্য অংশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তাই গ্রহণের কাল গোটা দেশের উপর কার্যকরী হবে না। শুধুমাত্র যে সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে, সেই সব জায়গাতেই সূতককাল কার্যকরী হবে। বৃষ রাশি ও মৃগশিরা নক্ষত্রপুঞ্জে ঘটবে এবারের এই গ্রহণ। ১৪৮ বছর পর শনি জয়ন্তীতে সূর্যগ্রহণ হতে চলেছে।
Post a Comment