Odd বাংলা ডেস্ক: UIDAI ট্যুইটে জানিয়েছে, এবার নতুন ও আপডেট করা পরিষেবা ও সুবিধার জন্য mAadhaar এর নতুন ভার্সান ডাউনলোড করতে হবে ৷ আগের যে ভার্সান রয়েছে সেটা আনইনস্টল করতে বলা হয়েছে ৷ UIDAI জানিয়েছে, নতুন ভার্সান ডাউনলোড করে ৩৫টির বেশি পরিষেবা সুবিধার লাভ নিতে পারবেন ৷
মিলবে যে সুবিধাগুলি-
নতুন ভার্সানে আধার ডাউনলোড করা, অফলাইন ই-কেওয়াইসি ডাউনলোড, কিউআর কোড দেখানো বা স্ক্যান করা, রি-প্রিন্ট করার জন্য অর্ডার দেওয়ার, অ্যাড্রেস আপডেট, আধার ভেরিফিকেশন, মেল বা ই-মেল ভেরিফিকেশন-সহ একাধিক পরিষেবা সামিল রয়েছে ৷
Post a Comment