৬৬ দিন পর দেশের দৈনিক করোনা গ্রাফ নামল ১ লক্ষের নীচে


Odd বাংলা ডেস্ক: 
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ।প্রায় ৬৬দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল একলাখের নীচে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে,গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬হাজার ৪৯৮জন।হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১লাখ ৮২হাজার ২৮২জন। মৃত্যু হয়েছে ২হাজার ১২৩ জনের।

অন্যদিকে দেশে এখন অবধি করোনার দাপটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৯,৯৬,৪৭৩-এ। এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা রয়েছে ২,৭৩,৪১,৪৬২ জন। দেশে করোনার জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫১,৩০৯-তে। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১৩,০৩,৩০৯ টি। করোনা রুখতে পুরোদমে চলছে ভ্যাকসিনের কাজ। এখন অবধি ২৩,৬১,৯৮,৭২৬ জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.