ঋতুমতী হতে চলেছেন ধরিত্রী মাতা, দেখে নিন অম্বুবাচীর সম্পূর্ণ নির্ঘণ্ট

Odd বাংলা ডেস্ক:  অসমের কামাক্ষ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষ্যে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ। আষাঢ় মাসে রবি, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের প্রথমার্ধে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিথিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন৷

আরও পড়ুন- অম্বুবাচী চলাকালীন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

লোকমতে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ এ দিন থেকেই হয় অম্বুবাচী শুরু।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে– অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)– বাংলা– ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার। সময়– সকাল ৫টা ৩৯ মিনিট। অম্বুবাচী নিবৃত্তি (শেষ)– বাংলার– ১০ আষাঢ়, শুক্রবার। ইংরেজি– ২৫ জুন, শুক্রবার। সময়– সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে – অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)– বাংলার– ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার। সময়– রাত ২টো ০৫ মিনিট ৩৯ সেকেন্ড। অম্বুবাচী নিবৃত্তি (শেষ)– বাংলা– ১০ আষাঢ়, শুক্রবার। ইংরেজি– ২৫ জুন, শুক্রবার। সময়– রাত ২টো ২৮ মিনিট ৫৩ সেকেন্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.