Odd বাংলা ডেস্ক: এবার কোভিড আক্রান্তদের জন্য অর্থ সাহায্য করতে দাবা খেলবেন আমির খান।
এর আগেও অবশ্য আমির খান ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের সঙ্গে দাবা খেলেছিলেন।
তবে এবার তিনি দাবা খেলবেন নিতান্তই এই সাধারণ মানুষকে সাহায্য করতে। অনলাইনে যাঁরা দাবা খেলাটি দেখবেন তারা ভার্চুয়াল ভাবে ডোনেশন দিতে পারবেন।
আমির এর আগেও সৌজন্যমূলক দাবা খেলেছেন। কিন্তু সাধারণ মানুষকে সাহায্য করতে তাঁর এই প্রয়াস সত্যি প্রশংসনীয়। শুধু আমির খান নন, বলিউডের অনেক তারকার সঙ্গেই দাবা খেলবেন বিশ্বনাথন আনন্দ। এই তালিকায় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, অভিনেতা রীতেশ দেশমুখও রয়েছেন। অভিনেতা হৃতিক রোশন ‘চেকমেট কোভিড’-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Post a Comment