২৮ বছর খেতাবহীন! এবার কি পারবে আর্জেন্টিনা?

Odd বাংলা ডেস্ক: একটি করে টুর্নামেন্ট আসে আর আশায় বুক বাঁধে আর্জেন্টাইনরা-এই বুঝি ফুরাবে অপেক্ষা। কিন্তু একটা শিরোপার আক্ষেপ আর ঘোচে না। সময়ের পরিক্রমায় শুরু হতে যাচ্ছে আরও একটি কোপা আমেরিকা আসর। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আরেকটি সুযোগ। এবার কাটবে তাদের ২৮ বছরের শিরোপা খরা?

আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে, যেবার মাঝমাঠে রাজত্ব করেছিলেন দিয়েগো মারাদোনা, গোলমুখে গাব্রিয়েল বাতিস্তুতা। ফাইনালে বাতিস্তুতার জোড়া গোলেই মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করেছিল দলটি।

এরপর আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে আরও চারবার, একবার বিশ্বকাপ ফাইনালে। কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে।

তরুণ আর অভিজ্ঞদের মিশেলে দলকে গড়ে তুলেছেন স্কালোনি। ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটিয়ে এসেছেন পিএসজির আনহেল দি মারিয়া, ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেসের মতো খেলোয়াড়রা।

সব ছাপিয়ে সবার নজর থাকবে মেসির দিকেই। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে না পারলে হয়তো একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েই যাবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.