বাড়ির বেসমেন্ট হইতে সাবধান!
Odd বাংলা ডেস্ক: কেউ কেউ মনে করে, যে সব বাড়িতে বেসমেন্ট রয়েছে সেগুলি নাকি শনির ঘর৷ যদি বাড়ির আশেপাশে আম বা খেজুরির গাছ থাকে তাহলে তা নাকি নিশ্চিত শনির ঘর৷ বেসমেন্টের ঘরের পিছনের দেওয়াল শক্তপোক্ত হবে না৷ যদি তা ভেঙে পড়ে যায় তাহলে মনে করা হয় শনির দৃষ্টি পড়েছে৷
এই বেসমেন্ট আবার ভাঙলেও নাকি সমস্যার সম্মুখীন হতে পারে বাড়ির সদস্যরা৷ রোড লেভেলের নিচে বাড়ি হলে তাতে বেসমেন্ট না রাখাই ভালো বলে মত অনেকের৷ পারলে রোড লেভের ওপরেই যেন থাকে বেসমেন্ট৷ পারলে উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্ব দিকেই তৈরি করা উচিত৷ এবং এই বেসমেন্টে প্রবেশের দরজা উত্তর-পূর্ব দিকে হলেই ভালো হয়৷ উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম ভাগে পরিচারকদের থাকার ব্যবস্থা বা গাড়ি রাখার ব্যবস্থা করলেই নাকি ভালো৷
তবে এসব কিছু নিয়েই রয়েছে বহু তর্ক-বিতর্ক৷ বিশ্বাস-অবিশ্বাসের ওপরেই নির্ভরশীল সবকিছু৷ তাই কোনও বিষয় শুভ হবে নাকি তা শুধু অশুভ তা নিয়ে বিতর্ক চলবেই৷
Post a Comment