ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ? চিন্তা নেই, আপনার জন্য দারুণ খবর দিল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: করোনাকালে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের বড়সড় পদক্ষেপ। সংক্রমণ এড়াতে সব ধরনের পারমিটকেই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ধরা হল। যেসব নথির বৈধতা ১ ফেব্রুয়ারি বৈধতা শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য।
মন্ত্রকের তরফে এও জানানো হয়, মেয়াদ শেষ হওয়া ড্রাইভিং লাইসেন্সের বৈধতা থাকবে আরও তিনমাস। অর্থাৎ যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পারমিটের মেয়াদ ৩০ জুন শেষ হয়ে যাচ্ছিল, তা বৈধ থাকবে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এখনও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই মন্ত্রকের তরফে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment