মহামারির জের! CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল!
Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির জেরে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকের পরেই ঘোষণা করা হয় যে এবছর CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হচ্ছে। তবে যদি কোনও পড়ুয়া পরীক্ষা দিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি হলে তাদের পরীক্ষার ব্যবস্থা করবে বোর্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটে জানান, ' কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এই করোনা পরিস্থিতিতে CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা উচিত নয়। আমরা ছাত্রদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি।'
Post a Comment