৩১ জুলাইয়ের মধ্যে হবে CBSE-র ফল ঘোষণা, কীভাবে হবে মূল্যায়ণ,জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা। সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই। কিন্তু কীভাবে হবে মূল্যায়ণ? এদিন শীর্ষ আদালতে সিবিএসই-র হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে।
তিনি আরও বলেন, দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। তবে কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে সশরীরে পরীক্ষায় বসে তা শুধরে নিতে পারবে বলেও জানান তিনি।
দ্বাদশ শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে শেষ তিন বছর অর্থাৎ, দশম থেকে দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। ১২ সদস্যের সিবিএসই কমিটি জানিয়েছে, মূল্যায়েনর জন্য ৪০ শতাংশ নম্বর দ্বাদশের প্রি-বোর্ড বা দ্বাদশ টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে। এছাড়াও একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে। বাকি ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার সেরা তিন বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে। এছাড়া, স্কুলের জমা দেওয়া প্র্যাকটিক্যাল নম্বর জুড়ে দেওয়া হবে মূল্যায়নে।
Post a Comment