২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মোদীর


Odd বাংলা ডেস্ক: বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷ জানিয়ে দিলেন যে বিনামূল্য সকল দেশবাসীকে (Free Corona Vaccine India) ভ্যাকসিন দেওয়া হবে৷ এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে তিনি বলেন, যে দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না৷ একই সঙ্গে মোদি জানান যে, কেউ যদি ফ্রি ভ্যাকসিন (Free Vaccine from 21 June) না চায়, তিনি বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন।সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর ১৫০টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।

টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ব্যাপারেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (ModiSpeech)৷ তিনি জানিয়ে দেন যে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে। এই ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে চালু হবে সোমবার নিজের বক্তব্যে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী। তখনই তিনি উল্লেখ করেন যে, ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.