Odd বাংলা ডেস্ক: ইউরোতে এ বছর ইংল্যান্ড কতদূর শেষপর্যন্ত যেতে পারবে, তা তো সময়েই বলবে ৷ আপাতত গ্রুপ পর্বের খেলায় ৩টি ম্যাচের মধ্যে ২টি-তে জিতে গ্রুপ-ডি-তে এক নম্বরেই শেষ করল ইংল্যান্ড ৷ গত ম্যাচে ড্র করলেও মঙ্গলবার রাতে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারাল গ্যারেথ সাউথগেটের দল ৷
ম্যাচ শুরুর আগেই ইউরোর শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল হ্যারি কেনদের ৷ তবে নিয়মরক্ষার ম্যাচেও ভাল খেলাটাই দর্শকদের উপহার দিয়েছেন ব্রিটিশ ফুটবলাররা ৷ ইংল্যান্ডের লক্ষ্য ছিল গ্রুপ টেবলের শীর্ষ স্থানে শেষ করা ৷ সেই কাজে সফল তারা ৷
ইংল্যান্ডের হয়ে এদিন একমাত্র গোলটি করেন রহিম স্টার্লিং ৷ ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল পেয়ে যান তিনি ৷ এরপর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ ইংল্যান্ড ৷ অন্যদিকে গোলশোধ করতেও পারেনি চেক প্রজাতন্ত্র ৷ এই ম্যাচ হারের ফলে গ্রুপ পর্বে ৩ নম্বরে শেষ করল চেকরা ৷ তাদের সংগ্রহে ৩ ম্যাচে ৪ পয়েন্ট ৷ অন্যদিকে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৭ ৷
Post a Comment