২ দিনে ৫০ টাকা কমবে ভোজ্য তেলের দাম! স্বস্তিতে সাধারণ মানুষ


Odd বাংলা ডেস্ক: সস্তা হতে চলেছে রান্নার তেল।গত চারদিনে ১৫ শতাংশ সস্তা হল রান্নার তেল।জোর জল্পনা আগামী কয়েকদিনে প্রতি লিটার তেলে ৪০ থেকে ৫০ টাকা সস্তা হতে চলেছে ভোজ্য তেল।কিন্তু কীকরে আচমকা সস্তা হবে তেল?জানা গিয়েছে,চলতি বছরে রেকর্ড পরিমাণে সর্ষে উৎপাদন হয়েছে।ফলে তেলের দাম কমার সম্ভাবনা প্রবল।

Federation of All India Edible Oil Traders-এর সভাপতি শঙ্কর ঠাক্কর জানিয়েছেন, কেন হঠাৎ এই তেলের দাম এতটা বৃদ্ধি পেয়েছিল? তিনি বলেন, আমেরিকা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ভারতে আমদানি করা হয়।ঈদের কারণে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় তেলের প্রোডাকশন কম হওয়ায় যোগান কম থাকায় তেলের দাম বেড়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.