তৃণমূলে রাজীবের ঠাঁই হবে না! 'মীরজাফর-গদ্দার' বলে ফের পোস্টার ডোমজুরে
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি বিজেপি-র বিরুদ্ধে মুখ খুলে তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা চলছে। কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কিনা তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। এহেন পরিস্থিতিতে রাজীবের কেন্দ্র ডোমজুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল। যেখানে নাম না করে রাজীবকে মীরজাফর, গদ্দার তকমা দেওয়া হয়েছে। তৃণমূলে তাঁকে যাতে না নেওয়া হয়, সেই বার্তাই দেওয়া হয়েছে পোস্টারে।
উল্লেখ্য, এর আগেও রাজীবের নামে পোস্টার পড়েছিল। পোস্টারে লেখা রয়েছে, 'বাংলার মীরজাফর, গদ্দার, বেইমানদের কোনও ঠাঁই নেই'। উল্লেখ্য, তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনের পরই মমতা সাফ জানিয়ে দেন, সবাইকে দলে ফেরানো হবে না, থাকবে ছাঁকনি। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, 'যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না'। সেই সঙ্গে মমতা এও বলেন, 'আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন'। মুকুল রায়ও এদিন ইঙ্গিত দিয়েছেন, 'আগামী দিনে আরও অনেকে ফিরবেন'। রাজীব-সোনালিদের কি ফেরানো হবে? এই প্রশ্ন এদিন এড়িয়ে যান মমতা।
Post a Comment