মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে করোনার 'ভারতীয় স্ট্রেন'
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা চলমান লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন। সেখানে বেশকিছু অঙ্গরাজ্যে ইতোমধ্যে বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে সেদেশে করোনার 'ডেল্টা ভ্যারিয়েন্ট' বা ভারতীয় ধরন দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। একই সঙ্গে এখন পর্যন্ত যেসব নাগরিককে টিকা দেওয়া হয়নি তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিডিসি।
করোনা মহামারিতে বিশ্বব্যাপী প্রায় ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখনও পর্যন্ত তিন কোটি ৪৩ লাখ ৫২ হাজার ২৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৭২২ জনের। ডেল্টা ধরন নিয়ে দেশটির নাগরিকরা শঙ্কায় রয়েছে। গত কয়েক দিনে করোনায় শনাক্ত ও মৃত্যুহার কমে এলেও ডেল্টার কারণে এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Post a Comment