জেলে করোনা আক্রান্ত বিতর্কিত 'ধর্মগুরু' রাম রহিম
Odd বাংলা ডেস্ক: বিতর্কিত হিন্দু ধর্মগুরু গুরমিত রাম রহিম করোনায় আত্রান্ত। রবিবার তাকে হরিয়ানার সুনারিয়া জেল থেকে গুরুগ্রামের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, সেখানে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের করোনা ওয়ার্ডে আছেন ৫৩ বছর বয়সী কারাবন্দি রাম রহিম। রাম রহিম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কারাগারের অন্য বন্দিদেরও হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেরা সচ্চা সৌদা নামের বিতর্কিত একটি ধর্মীয় সংগঠনের প্রধান এই রাম রহিমের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ার পর ২০ বছরের জেল হয়েছে তার। জানা গিয়েছে, তিন দিন আগে পেটে ব্যথা শুরু হয় রাম রহিমের। পরে তাকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ নিয়ে গিয়ে কয়েকটি পরীক্ষা করানো হয়। যদিও করোনা পরীক্ষা করতে রাজি হচ্ছিলেন না তিনি। এরপর রবিবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর রণক্ষেত্রে পরিণত হয় ভারতের পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা। ওই সময় রাম রহিমের বিষয়টি বেশ আলোচনায় এসেছিল।
Post a Comment