মারাদোনাকে খুন করেছেন চিকিৎসকরা! উঠল চাঞ্চল্যকর অভিযোগ
Odd বাংলা ডেস্ক: মারাদোনার মৃত্যু নিয়ে রহস্য আরও খানিকটা ঘনীভূত হল। এবার দিয়েগোকে সরাসরি খুনের অভিযোগ তুললেন তাঁর নার্স দাহিনা গিসেলা মাদ্রিদ। তাঁর অভিযোগের আঙুল ফুটবল তারকার চিকিৎসকদের দিকে। মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই অভিযোগ করেছেন। মারাদোনা মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা কিছুই করেননি বলে, মত তাঁর।
বেশ কিছুদিন আগেই মারাদোনাকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসক এবং নার্স সহ ৭ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যেই অন্যতম দাহিনা। দিনের বেলা মারাদোনার দেখাশোনা করতেন তিনি। তাঁর আইনজীবী বাকে বলেন, ‘ওরা মারাদোনাকে মেরেছে।’ বাকের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। বাকের বক্তব্য আর্জেন্টিনার তারকা ফুটবলারের মৃত্যুর জন্য তাঁর মক্কেল নন, দোষী চিকিৎসকরাই। মারাদোনার হৃদরোগের চিকিৎসা চলছিল। সেই সময় তাঁকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয় যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আর তার ফলেই মৃত্যু হয় মারাদোনার। এমনই অভিযোগ বাকের। কিন্তু আদতে কীভাবে মৃত্যু হয় মারাদোনার, সে জট কাটার সম্ভাবনা এখনই নেই বলেই মনে করছেন অনেকে।
Post a Comment