ক্লাবহাউসে ফাঁস দিগ্বীজয় সিং -এর কথোপকথন, বললেন ক্ষমতায় এলে 370 প্রত্যাহার করব

Odd বাংলা ডেস্ক: এবার ক্লাবহাউসে পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে কথোপকথন ফাঁস হল কংগ্রেস নেতা দিগ্বীজয় সিং -এর।  করোনা পরিস্থিতিতেও কাশ্মীর নিয়ে কার্যত সম্মুখ সমরে বিজেপি এবং কংগ্রেস। অতিমারি পরিস্থিতিতেই উপত্যকায় ভোট করানোর তৎপরতা শুরু হয়েছে। তার মধ্যেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে নতুন করে তরজায় জড়িয়েছে দুই শিবির। তাতে জড়িয়ে গিয়েছে পাকিস্তানের নামও। বিজেপি-র অভিযোগ, কংগ্রেস আদতে পাকিস্তানের বুলি আওড়াচ্ছে। অন্য দিকে, কংগ্রেসের দাবি, যে ভাবে উপত্যকার বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, শুরু থেকেই তার বিরোধিতা করে আসছে তারা। এর সঙ্গে পাকিস্তানকে জুড়ে দেওয়া আসলে বিজেপি-র চাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.