গত বছরের মতো এবারেও পুরীর রথযাত্রায় থাকছে না ভক্তসমাগম

Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কোপে পুরীর রথযাত্রা উৎসব। ২০২০-র পর এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তসমাগম ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা। ভক্তসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। আগামী ১২ জুলাই ভক্তসমাগম ছাড়াই রথযাত্রা উৎসব সম্পন্ন হবে পুরীর জগন্নাথ মন্দিরে।

ওড়িশার স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা বলেন, 'কোভিড বিধির কথা মাথায় রেখেই ২০২১ সালে পুরীর রথযাত্রায় ভক্তদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কেবলমাত্র সেবাইতরাই অংশগ্রহণ করতে পারবেন এবারের রথযাত্রা অনুষ্ঠানে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.