মহারাষ্ট্রের 'দশরথ মাঝি': প্রবল জলসংকট মেটাতে ২২ দিনেই কুয়ো খুঁড়লেন এই দম্পতি

Odd বাংলা ডেস্ক: বিহারের দশরথ মাঝির কথা মনে আছে নিশ্চয়। যিনি একাই পাহাড় কেটে বানিয়েছিলেন সড়ক। ঠিক তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের এক দম্পতি কুয়ো খুঁড়ে তৈরি করল ইতিহাস। মহারাষ্ট্রের ওয়াসিম জেলার ঘটনা। সেখানকার জামখেড়া গ্রামে স্বাধীনতার পর থেকেই জলসংকট। দীর্ঘ দিনের এই সংকট মেটাতেই উদ্যোগী হয়ে ওঠেন রামদাস পফোলে এবং তাঁর স্ত্রী। দুজনে মিলেই কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নেন। 


সেখানে জলের জন্য কতটা কষ্ট করতে হয়, তার ব্যাখ্যা করতে গিয়ে রামদাস বলেন, জলের জন্য তাদের পরিবারের সদস্যদের কিমির পর কিমি হেটে যেতে হত। কিন্তু এই কুয়ো তৈরির পর থেকেই তাদের আর এমন কষ্ট করতে হয় না। কুয়োর জেরে গ্রামের মানুষদের বেশ সুবিধাও হয়েছে। 


লকডাউনে যখন চারিদিকে দিশেহারা পরিস্থিতি। ঠিক সেই সময়টাকেই কাজে লাগান এই দম্পতি। এবিষয়ে রামদাস জানান, 'গ্রামের জল কষ্ট দিনদিন বেড়েই চলেছে। জল আনার জন্য পাড়ি দিতে হত বহুদূরে। লকডাউনের পরে সব কাজ বন্ধও হয়ে যায়। এই সময়ই আমার মনে হল, লকডাউনে বেকার সময় নষ্ট করে ক হবে। এমন কিছু করি, যাতে এই জলের সমস্যার সমাধান হয়। এরপর এই নিয়ে স্ত্রীর সঙ্গে আলচনা করি। এরপর ২২ দিনের মধ্যে ২০ ফুট গভীর কুয়ো খনন করি আমরা সবাই।'


প্রসঙ্গত, এর আগেও মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় এমন ঘটনা ঘটেছিল। গত বছরের এপ্রিল মাসে আরেক দম্পতি বাড়ির বাই কুয়ো খুঁড়ে শিরোনামে উঠে এসেছিল। করখেদা গ্রামের গজানন পকমোড এবং তাঁর স্ত্রী পুষ্পা ২১ দিনে ২৪ ফুট কুয়ো খুঁজে নজির গড়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.