Euro: ৮ বছর পর অভিশাপমুক্ত রাশিয়া!

Odd বাংলা ডেস্ক: ইউরো ২০২০ আসরে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম ম্যাচের ধারা বদলে যেতে দেখল রাশিয়া ও ফিনল্যান্ড। বেলজিয়ামের কাছে হেরে ইউরো যাত্রা শুরু করা রাশিয়া এবার তাদের দেশের ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে ১-০ গোলে পরাজিত করেছে ফিনল্যান্ডকে। ডেনমার্ককে হারিয়ে শুভ সূচনাই করেছিল ফিনল্যান্ড।


বুধবার প্রথমার্ধের শেষে ইনজুরি টাইমে করা আলেকসেই মিরানচুকের দুর্দান্ত গোলটিই অবশেষে রাশিয়ার জয়ের জন্য যথেষ্ট বলে প্রতীয়মান হয়।

প্রথমার্ধের শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিরানচুক ফিনল্যান্ডের ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে পরাস্ত করেন ফিনিশ গোলকিপার লুকাস হ্রাদেকিকে।

বলের দখল, গোলমুখে শট, পাসের সংখ্যা- সবদিকেই যোগ্য দল হিসেবে জিতেছে স্তানিস্লাভ চেরচেসভের শিষ্যরা। ফলে  ৮ বছর পর ইউরোর কোনো ম্যাচ জিতল রাশিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.