বাংলায় দুর্যোগের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি
Odd বাংলা ডেস্ক: বর্ষা প্রবেশের আগেই প্রবল দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। একদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অন্যদিকে ভরা কোটালে জারি সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে পাঁচ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় আকাশ থাকবে মেঘলা। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা তেমন না কমলেও চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরেই বাংলায় প্রবেশ করবে বর্ষা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বজ্রপাত থেকে বাঁচতে সাবধনতা অবলম্বনের উপর জোর দিয়েছে আবহাওয়া দফতরও।
Post a Comment