Odd বাংলা ডেস্ক: প্রথমেই বলে নেওয়া ভালো যে, আপনার উদ্দেশ্য যদি অসৎ হয় তবে এই টিপস আপনার জন্য নয়। প্রেম পবিত্র জিনিস। এতে অসততার স্থান নেই। সবাই চায় যে একটা সময়ের পর ভালোবাসার মানুষ কেউ পাশে থাকুক। কিন্তু বিষয়টাতো আর এত সহজ নয়! মনের মিলন বলে কথা। একটা অপরিচিত মেয়েকে প্রেমে রাজি করাবেন কীভাবে? কেনই বা সে আপনাকে বিশ্বাস করবে? জেনে নিন তবে :
১. সৌন্দর্যের বিষয়ে সচেতন হোন : সে তরুণীই হোক আর পুরুষ, একনজরে যে জিনিষটা আকর্ষণ করে তাহল সৌন্দর্য। সৌন্দর্যে মুগ্ধ হয়েই প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরিত হয়। অতএব প্রেমে সাফল্য চাইলে কিংবা বর্তমান প্রেম কে ধরে রাখতে চাইলে চেহারা সুরতের দিকে একটু নজর দিতে লাগবে।
২. পোশাক বৈচিত্র্য বজায় রাখুন : প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু খরচ করতেই হবে। এখানে শর্টকাট কোনো রাস্তা নেই। কম দামে ফুটপাত থেকে কাপড় কিনে প্রেমিকার চোখ ধাঁধাঁ লাগাবেন? তা ভুলেও ভাববেন না। আপনি কোনদিন কোন শার্ট টি পরেছেন বা কোন রংয়ের শার্ট পরেছেন এটা আপনার চেয়ে আপনার প্রেমিকা ভালো বলতে পারবে। ফলে পোশাকের দিকে অবশ্যই একটু নজর দেওয়া প্রয়োজন।
৩. গোপনীয়তা বজায় রাখুন : আপনাদের সম্পর্কের কথা গোপন রাখুন। বন্ধুবান্ধবকে সম্পর্কের মাঝখানে আনবেন না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। এতে আপনাদেরই মঙ্গল আসবে।
৪. দুই নৌকায় পা দিয়ে চলবেন না : প্রেম প্রেম খেলা করার মানসিকতা অনেক তরুণী কিংবা পুরুষেরই থাকে। এ ছাড়া অনেকে একাধিক সঙ্গীর সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। ফলে এদের মধ্যে প্রকৃত ভালোবাসার অভাব থাকে। একধিক প্রেম চালিয়ে যাওয়াকে অনেকে খুব বাহাদুরি কাজ বলে মনে করে থাকে। কিন্তু তাদের মনে রাখা উচিত আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ অন্যায় বেশিদিন গোপন থাকে না।
৫. প্রশংসা করুন : মানুষের মন আর্কষণ করার জন্য তা প্রশংসা করার গুরুত্ব আপরিসীম। তবে সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে। তা না হলে সে ভাববে আপনি তেল মারছেন অথবা ইনসাল্ট করছেন।
Post a Comment