দুটির বেশি বাচ্চা নয়, নয়া নীতি উত্তরপ্রদেশে

Odd বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দফতর সূত্রে খবর, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং দুই সন্তান নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরই খসড়া তৈরির প্রস্তাব গৃহিত হয়। যা তৈরি করতে আগামী দু'মাস পর্যন্ত সময় লাগবে বলে খবর। জানা গিয়েছে, একই নীতি নিতে পারে অসমও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই নীতির আওতায় বিশেষ কিছু সরকারি সুযোগ-সুবিধাও মিলবে।

কিন্তু, আচমকাই কেন এমন নীতি নিচ্ছে যোগীরাজ্য? এ প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী মিত্তাল বলেন, 'জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে ২২ কোটি মানুষ বসবাস করেন। যে কোনও রাজ্যে তুলনায় যা অনেকটাই বেশি। এই মুহূর্তে এবিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়।'যদিও তিনি বলেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.