ফের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়াল বাংলাদেশ

Odd বাংলা ডেস্ক: রবিবার ফের বর্ডার বন্ধের (Bangladesh Border) মেয়াদ বাড়াল বাংলাদেশ সরকার। ১৪ জুন থেকে মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ভারত সীমান্তবর্তী গ্রামগুলিতে করোনার (Corona) প্রকোপ বৃদ্ধি পেতেই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিক সে দেশের একটি সংবাদপত্রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

করোনার বাড়বাড়ন্ত রুখতে ২৬ এপ্রিল বর্ডার বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। প্রথমে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করা হয়েছিল। তবে এরপর দু'বার বাড়ানো হয় বর্ডার বন্ধের মেয়াদ। সম্প্রতি সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সোনামুখী বন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধ করে দেয় সরকার। সেই সঙ্গে সীমান্তের এপারে মালদা ও মুর্শিদাবাদ জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.