বিহারের জন্য লজ্জা, খতিয়ে দেখতেই এত কেন বেড়ে গেল মৃতের সংখ্যা?

Odd বাংলা ডেস্ক: কোভিডের বাড়বাড়ন্ত শুরু হওয়ার পর এই প্রথম একদিনে ভারতের কোনও রাজ্য এত বড় সংখ্যায় মৃতের ঘটনা সামনে আনল। এর অর্থ একটাই বিহার সরকার এতদিন মিথ্যা কথা বলেছে। বিহার ভারতের অন্যতম গরীব একটি রাজ্য। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক প্রথমে বলেছিল যে রাজ্যে মৃতের মোট সংখ্যা হল ৫,৪০০। কিন্তু তারপরেই পুনরায় খতিয়ে দেখতেই জানা যায় সংখ্যাটা প্রায় ৯,৪০০। এক ধাক্কায় প্রায় ৫,০০০ বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। 

বিহার হঠাৎ কেন তার সংখ্যাকে খতিয়ে দেখতে গেল?

বিহারের সরকার কোনও দিনই তার রাজ্যে মৃতের সংখ্য়াকে খতিয়ে দেখত না, যদিনা পটনা হাইকোর্ট একটি অডিটের আদেশ দিত। সম্প্রতি পটনা হাইকোর্ট এপ্রিল ও মে মাসে দ্বিতীয় ওয়েভে মৃতের সংখ্যা অডিট করতে বলে বিহার সরকারকে। অডিটের সময়ই বিহার সরকারের এই কারচুপি ধরা পড়ে যায়। ৪০০০ মৃত্যুর কথা বেমালুম লোপাট করে দিচ্ছিল এই রাজ্যের সরকার।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.