আগামী সপ্তাহ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক নয়, ঘোষণা করল এই দেশ
Odd বাংলা ডেস্ক: ইউরোপের যে দেশগুলিতে করোনার দাপট চলেছে সবথেকে বেশি, তার মধ্যে ইতালি অন্যতম। অথচ বছর ঘুরতেই ঘুরে দাঁড়াল দেশটি। করোনা আবহের মধ্যে স্বস্তির খবর দিল ইতালির স্বাস্থ্য মন্ত্রক। আগামী সপ্তাহ অর্থাৎ ২৮ জুন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। মাস্ক ছাড়াই রাস্তায় বেরতে পারবেন ইতালিবাসী।
বিশেষজ্ঞদের নিয়ে একের পর এক পর বৈঠকের পর, তাঁদের মনে হয়েছে যে, ২৮ জুন থেকে ইতালির অধিকাংশ এলাকা হোয়াইট জোনের মধ্যে চলে আসবে। তবে ইতালির স্বাস্থ্য মন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা অবশ্য জানিয়েছেন, কোনও বড় জন সমাবেশ, যেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সেখানে মাস্ক অন্তত কাছে রাখা উচিত।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সোমবার গোটা ইতালিতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯৫ জন। এবং করোনায় বলি হয়েছেন মোট ২১ জন। লাগামছাড়া সংক্রমণ দেশজুড়ে নিম্নমুখী হওয়ায় নয়া আশঙ্কার মেঘ কেটেছে ইতালির উপর থেকে। হোয়াইট জোনের আওতায় যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে ইতিমধ্যেই বাজার, দোকান, রেস্তোরাঁ, শপিং মল, খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক নিয়মেই চালু থাকবে সমস্ত পরিষেবা।
Post a Comment