Odd বাংলা ডেস্ক: পৃথিবীতে অদ্ভুত পেশায় যুক্ত হয়ে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। পেশাগুলো অদ্ভুত কারণ এসব কাজগুলো যে কারও পেশা হতে পারে, সে খবরই আমরা রাখি না। এই যেমন- ওয়াইন টেস্টার, সেক্স টয় টেস্টার, ওয়াটার স্লাইড টেস্টার, পোষা জীব-জন্তুর খাবার পরীক্ষক, প্রোফেশনাল পুশার, বমি পরিষ্কারের চাকরি।
পেটের দায়ে কত কিছুই না করতে হয়! তবে শুনলে অবাক হবেন পৃথিবীতে এমন অনেক চাকরি আছে, যেগুলোকে আপনি চাকরি হিসেবে ভাবতেই পারবেন না! পৃথিবী জুড়ে অনেক মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছে এই চাকরিগুলো! আজ জানাবো তেমনই একটি চাকরির কথা। চাকরিটির নাম ডিওডোরেন্ট টেস্টার বা বগলের গন্ধ শুকার চাকরি।
এই পেশার মানুষদের দিনের পুরো সময়টা অন্যের শরীরের গন্ধ নিয়ে ডিওডোরেন্ট টেস্টার পরীক্ষা করতে হয়। গন্ধ শুকে কোন ডিওডোরেন্ট ফ্লেভারটি আপনার জন্য ভালো হবে এটাই তারা বাছাই করেন। ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় বগল আর গলায়। তাই এ পরীক্ষায় পরীক্ষকদের মূলত বগলের গন্ধই বেশি শুকতে হয়।
একবার দুইবার না, বরং বগলে গন্ধ থাকা অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এবং ডিওডোরেন্ট লাগানোর পর বেশ কয়েকবারই গন্ধ শুকে তারা সেই ডিওডোরেন্টের ব্যাপারে কোম্পানিকে প্রতিবেদন জমা দেন এবং তার উপর ভিত্তি করেই ডিওডোরেন্টটি বাজারে ছাড়া হয়। এই কাজের জন্য তারা বছরে প্রায় ৪১ লাখ টাকা আয় করে।
Post a Comment