পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি
Odd বাংলা ডেস্ক: গণনায় কারচুপির অভিযোগ। নন্দীগ্রামের জনাদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেল নন্দীগ্রামের ভোটের ফলাফল সংক্রান্ত মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে, জানা গিয়েছে এমনটাই।
সূত্রের খবর, নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ৷ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮০, ৮০এ, ৮১, ১০০ এবং ১২৩ ধারায় মামলা করা হয়েছে ৷ আদালতের কাছে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী ঘুষ দিয়েছেন। প্রভাব খাটিয়েছেন। জনগণের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছেন। সরকারি আধিকারিকদের সাহায্য নিয়েছেন এবং বুথ দখল করেছেন।
Post a Comment