ট্রেনের সংঘর্ষের পর মিলেছে বহু শিশু, তাদের পিতা-মাতার নেই কোনও খোঁজ

Odd বাংলা ডেস্ক: দেশের রেল ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক রেল দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক ডজন মানুষ।

আরও বহু যাত্রী ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়ে আছে বলে কর্মকর্তারা বলছেন।

সিন্ধু প্রদেশের একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্য একটি ট্র্যাকে চলে আসে। সেই রেলের সাথে তখন যাত্রী বোঝাই আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলে বলা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের হিসেব অনুযায়ী, পাকিস্তানে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কিছু রেল দুর্ঘটনায় অন্তত ১৫০ মানুষ নিহত হয়েছে। 

অনেকগুলি শিশু উদ্ধার হয়েছে যারা বেঁচে আছে, কিন্তু তাদের পিতা-মাতার কোনও খোঁজ মিলছে না। তাদের নিয়ে কী করবে পাকিস্তান সরকার, সেই নিয়ে চলছে আলাপ-আলোচনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.