গ্রামে নেই ইন্টারনেট পরিষেবা! পরীক্ষা দিতে পাহাড়চূড়ায় উঠল শিক্ষার্থীরা
Odd বাংলা ডেস্ক: মিজোরামের প্রত্যন্ত একটি গ্রামে ইন্টারনেটের গতি একেবারেই নেই বললেই চলে। কিন্তু পরীক্ষাতো দিতেই হবে। তার জন্য পাহাড় ভাঙা পরিশ্রম করতেও প্রস্তুত সেখানকার শিক্ষার্থীরা। মিজোরামের একদল কলেজ পড়ুয়া একটু ভাল ইন্টারনেট কানেকশনের জন্য তারা পাহাড়ের চূড়ায় উঠছে এবং সেখান থেকেই সেমেস্টার পরীক্ষা দিচ্ছে তারা।
আইজল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সাইহা জেলায় অবস্থিত প্রত্যন্ত এ গ্রামটির নাম মাহেরি। সেই গ্রামে ইন্টারনেট পরিষেবা এতটাই খারাপ যে, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সাত পরীক্ষার্থীকে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য ছুটতে হচ্ছে তেলাও ত্লা নামের একটি পাহাড়ের চূড়ায়।
কিন্তু কীভাবে তারা পাহাড়ে উঠে পরীক্ষা দেয়? জানা যায়, বাঁশ এবং কলাপাতায় তৈরি একটা ছোট্ট ঘর আছে পাহাড়ে। পরিবর্তিত আবহওয়ায় শিক্ষার্থীরা সেখানেই বসে পরীক্ষা দেন। পরীক্ষা না দিয়ে উপায়ও নেই তাদের। নাহলে যে সার্টিফিকেট মিলবে না। তাই এভাবে নিজেদের জীবন বাজি রেখে পরীক্ষা দিচ্ছেন তারা।
ওই গ্রামেরই বাসিন্দা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেএল ভাবেইহ্রুয়াসা এ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলে, পাহাড়ে ঘেরা একটি গ্রাম মাহেরি। সেখানে ইন্টারনেট সংযোগও একেবারেই দুর্বল। গোটা ভারতে যখন ৫জি পরিষেবার প্রস্তুতি চলছে, তখন মিজোরামের এই গ্রামের ভরসা ২জি পরিষেবা। গোটা রাজ্যের ২৪ হাজার আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর জন্য জুনে অনলাইনে সেমিস্টার পরীক্ষার আয়োজন করে এই বিশ্ববিদ্যালয়।
সারা দেশে ৫জি পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই এঘটনা প্রকাশ্যে এল। জানলে অবাক হত হয় যে, এই গ্রামের ১৭০০ মানুষ আজও ২জি পরিষেবার ভরসাতেই জীবন কাটাচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতে ছাত্রদের কল্যাণে এগিয়ে আসে একাধিক সংগঠন।
Post a Comment