সবচেয়ে বেশি বজ্রপাত কোথায়? উত্তর এল ভারতীয় টিভি সিলিয়ালে

Odd বাংলা ডেস্ক: বাংলাদেশে প্রকাশিত মাসিক কিশোর পত্রিকা কিশোর আলোতে প্রকাশিত এক মজার প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গত ৫ জুন কিশোর আলো ম্যাগাজিনের ৯০ তম সংখ্যায় ‘বুদ্ধির ঝিলিক’ নামক বিভাগে ৬টি মজার প্রশ্ন প্রকাশিত হয়। এর মধ্যে একটি ছিল, সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়? প্রশ্নটির উত্তর হিসেবে চারটি অপশন ছিল। আর সেগুলো হলো যথাক্রমে ভারতীয় সিরিয়ালে, গুলিস্তানে, রাজশাহীতে এবং ওপরের কোনোটিই নয়। পরবর্তীতে কিশোর আলোর একজন পাঠক সেটির ছবি তুলে কিশোর আলোর ফেসবুক গ্রুপে প্রকাশ করলেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকজুড়ে। এখন রীতিমতো ট্রেন্ড করছে এই বিষয়টি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.