যোগীর রাজ্যে মুসলিম বৃদ্ধের দাড়ি কেটে নেওয়া হল

Odd বাংলা ডেস্ক: মসজিদে নামাজ পরতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন এক প্রবীণ ব্যক্তি। কেটে দেওয়া হল দাড়ি। প্রহৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ। প্রথমে তাঁকে অটো থেকে নামিয়ে জঙ্গলের মধ্যে অবস্থিত একটি কুঁড়ে ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে সামাদকে জোর করে ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’ বলায় ওই দুষ্কৃতীরা। চলে ঘুসি, লাঠি নিয়ে প্রহার। সামাদকে পাকিস্তানি চরও বলা হয়। এমনকী, তারা অনেক মুসলমানকে হত্যা করেছে বলেও গর্বের সঙ্গে জানাতে থাকে। গত ৫ জুন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনিতে। সেদিনের ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দু’জন আক্রমণকারীকে দেখা যায়। একজনের পরনে ছিল সাদা ফুলহাতা টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট। হাতে ছুরি। সেই ছুরি দিয়ে প্রবীণ ব্যক্তির দাড়ি কেটে নেওয়া হয়। অপর ব্যক্তির পরনে ছিল কালো শার্ট ও লাল ট্রাউজার। আর তৃতীয় ব্যক্তিকে আকাশি রঙের শার্ট ও ধূসর রঙের প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। দুষ্কৃতীরা যখন তাঁর উপর চড়াও হয়েছে, তখন সামাদ তাদের বোঝানোর চেষ্টা করেন। বলেন, তারা অপরাধ করছে। সামাদের কথায়, ‘আমি যখন মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন আমাকে সেখানে পৌঁছে দেওয়া হবে জানায় একজন। অটোতে উঠতেই দেখি সেখানে দু’জন বসে রয়েছে। তারপর তারা মসজিদের বদলে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। স্লোগান দিতে বাধ্য করে আমার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তারপর ছুরি বেরে করে আমার দাড়ি কেটে নেয়।’ এ বিষয়ে থানায় অভিযোগ জানানোর পর গাজিয়াবাদ পুলিস প্রভাস গুজ্জর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.