গুহায় রহস্যময় হাতের ছাপ! কাদের হাত ছিল জানেন?

Odd বাংলা ডেস্ক: গুহার দেওয়ালে ১৩৭টি হাতের ছাপ। প্রত্যেকটি ছাপের সঙ্গেই জড়িয়ে রহস্য। এই গুহা মেক্সিকোয় অবস্থিত। কিন্তু কাদের হাতের ছাপ এটি? প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীন মায়া সভ্যতার কোনো বিশেষ শাস্ত্রীয় আচারের সাথে সম্পর্কিত এই হাতের ছাপগুলো। 
প্রায় ১ হাজার ২০০ বছরের পুরোনো ছাপগুলো বেশিরভাগই শিশুদের। ধারণা করা হচ্ছে, বর্তমান দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকা জুড়ে মায়া সভ্যতার শেষ দিকের কোনো নিদর্শন। 

প্রত্নতাত্ত্বিক সার্জিও গ্রোসিয়ান ধারণা করছেন, শিশুরা হাতের ছাপগুলো সম্ভবত বয়ঃসন্ধিকালে প্রবেশের সময় তাদের শারিরীক আকার বিশ্লেষণের জন্য তৈরি করেছিল। আর রঙগুলো তাদের মানসিক চিন্তার কোনো এক সংকেত সরবরাহ করেছিল।

তিনি আরও জানান, তারা কালো রঙ হাতে মেখে দেয়ালে ছাপ দিয়েছিল যা মৃত্যুর প্রতীক। তবে এর মানে তাদের হত্যা করা হচ্ছে তা নয়।

তিনি আরও বলেন, "অন্যদিকে লালচে রঙের ছাপগুলো যুদ্ধ বা জীবনের কথা উল্লেখ করছে।"

হাতের ছাপ ছাড়াও গুহাতে পাওয়া মায়া সভ্যতার অন্যান্য নিদর্শনগুলোর মধ্যে ৮০০ থেকে ১ হাজার বছর পূর্বে নির্মিত একটি খোদাই করা মুখ এবং ছয়টি হাতে আঁকা কারূশিল্প ভাস্কর্য রয়েছে। 

প্রথম মায়া সভ্যতার বসতিগুলো আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগের হলেও ১ হাজার ৫০০ বছর আগেও স্পেনে বিভিন্ন স্থানে মায়ানদের বসতি ছিল। গুয়াতেমালা এবং বেলিজ ছাড়াও কয়েক লক্ষ মায়ান দক্ষিণ-পূর্ব মেক্সিকোর চিয়াপাস এবং ক্যাম্পেচের মতো রাজ্যগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বাস করতো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.