বিল গেটসের পর নয়া রেকর্ড সত্য নাদেলার, সিইও-র সঙ্গে মাইক্রোসফটের চেয়ারম্যান পদে এই ভারতীয় বংশোদ্ভূত


Odd বাংলা ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত তথ্য-প্রযুক্তিবিদ সত্য নাদেলার মুকুটে যোগ হল আর একটি পালক। মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও সত্য নাদেলাকেই এবার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করল সংস্থা। এতদিন এই দায়িত্বে ছিলেন জন থম্পসন। তাঁর স্থানেই অভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক।এর আগে একই সঙ্গে চেয়ারম্যান ও সিইও-র দায়িত্ব সামলেছিলেন বিল গেটস। পরবর্তীতে ২০০০ সালের গোড়ায় মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরে আসেন তিনি। চেয়ারম্যানের পর পদ থেকে ইস্তফা দেন ২০১৪-তে। তবে এখন আর সংস্থার বোর্ডে নেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।

এদিকে ২০১৪ সালেই আবার নাদেলা প্রথম মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। লিঙ্কডইন, মাইনাস কমিউনিকেশনস এবং জেনিম্যাক্সের মতো অনেক সংস্থার অধিগ্রহণে অতীতে সত্য নাদেলা বড় ভূমিকা ছিল বলে জানা যায়।বুধবারই মাইক্রোসফটের তরফে বিবৃতি জারি করে নাদেলার নতুন নিয়োগের কথা জানানো হয়। এদিকে পদ থেকে সরে গেলেও থম্পসন এখন প্রধান স্বতন্ত্র পরিচালক হিসাবে মাইক্রোসফটে থাকবেন বলে জানা যাচ্ছে। 

১৯৬৭ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন নাদেলা। হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। পরবর্তীতে ১৯৯৬ সালে শিকাগোর বুথ স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.