নামে নয়, গানেই পরিচিতি পায় এই গ্রামের শিশুরা!

Odd বাংলা ডেস্ক: জন্মের পর প্রতিটি শিশুকেই আলাদা একটি নাম দেয়া হয়, যে নাম তার নিজস্ব পরিচয় বহন করে। কিন্তু নামে নয় গানের সুরেও যে কোনো শিশুর পরিচিতি হতে পারে, তা জানেন কি? হ্যাঁ, এমনই একটি গ্রাম রয়েছে দেশে। যেখানে নাম নয়, জন্মের পর শিশুর জন্য সুর তৈরি করা হয়।

মেঘালয়ের প্রত্যন্ত একটি গ্রাম কং থংয়ে। এই গ্রামটিতে শিশুদের কোনো নাম দেয়া হয় না। জন্মের পর প্রত্যেক শিশুর জন্য একটি সুর তৈরি করেন মায়েরা। শুধু মায়েরা না, সন্তানদের বাবারাও এই সুরে সুরে ডাকতে পারেন তাদের। তবে সুর তৈরি করার অধিকার শুধু মায়েদেরই থাকে। আর এই সুরেই তাদের ডাকা হয়, বড় হওয়ার পর এই সুরেই তারা পরিচিত হয়।    

সেই সুরগুলো খুব ছোটও হতে পারে। যেমন- কোওও কোওও। আবার কিছু কিছু সুর লম্বা ধরনেরও হতে পারে। কিন্তু অবাক করা বিষয় হলো,ঐ গ্রামের কেউই জানে না এই রীতি কীভাবে এবং কখন শুরু হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.