ছাগলের মল দিয়ে তৈরি তেল, মাখলে বয়স কিছুতেই বাড়বে না!

Odd বাংলা ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি তেল আরগান অয়েল। চেহারায় বার্ধক্যের ছাপ দূর করতে এই তেল ব্যবহার করে থাকেন রূপসচেতন লোকজন। ভারতের বাজারে ১ লিটার আরগান তেলের দাম ১৩ হাজার টাকা। দামি এই তেল তৈরিতে সহায়তা করে বিশেষ প্রজাতির এক ধরণের গেছো ছাগল। মরক্কো ছাড়াও পশ্চিম আলজেরিয়ায় এই গেছো ছাগল দেখতে পাওয়া যায়। আরগান তেলের উৎস আরগান বা আরগানিয়া নামে এক প্রকার গুল্মজাতীয় গাছ। সাধারণত দক্ষিণ-পশ্চিম মরক্কোর সোয়াস ভ্যালিতে এই গাছ জন্মে।

এই গাছের ফল রসালো, সুস্বাদু ও পুষ্টিকরও। দেখতে ডিম্বাকার এই ফল খেতে তেতো লাগে। এখানকার স্থানীয় বাসিন্দারা আরগানগাছের চাষ করে থাকেন। এই গাছে গেছো ছাগল থাকে।

এই ছাগলগুলো গাছে চড়ে বীজসহ পাকা ফল খেয়ে ফেলে। কিন্তু বীজগুলো হজম না হওয়ায় সেগুলো তাদের মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করেন।

আরগান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার হয়। এই তেলের বিশেষ ‘অ্যান্টি এজিং’ কার্যকারিতার জন্যই গোটা বিশ্বে এর চাহিদা তুঙ্গে। বাণিজ্যিকভাবে আরগান তেল বিদেশে রফতানি করা হয়। আর অনলাইনেও পাওয়া যায় এই তেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.