মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি পার, কলকাতায় কত?

Odd বাংলা ডেস্ক: লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price Today) ৷ বর্তমানে প্রায় সমস্ত শহরে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বুধবার ফের জ্বালানির দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন পেট্রোলের দাম ২৫ পয়সা প্রতি লিটার এবং ডিজেল ২৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ এর আগে সোমবার পেট্রোলের দাম ২৪-২৮ পয়সা প্রতি লিটার ও ডিজেল ২৬-২৮ পয়সা প্রতি লিটার বাড়ানো হয়েছিল ৷ গত ২১ দিনে লিটারপ্রতি পেট্রোলের দাম ৪.৯৯ টাকা এবং ডিজেলের দাম ৫.৪৪ টাকা বাড়ানো হয়েছিল ৷

দেখে নিন বুধবার বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কতদিল্লি- পেট্রোল ৯৫.৫৬ টাকা, ডিজেল ৮৬.৪৭ টাকামুম্বই- পেট্রোল ১০১.৭৬ টাকা, ডিজেল ৯৩.৮৫ টাকা কলকাতা- পেট্রোল ৯৫.৫২ টাকা, ডিজেল ৮৯.৩২ টাকাচেন্নাই- পেট্রোল ৯৬.৯৪ টাকা, ডিজেল ৯১.১৫ টাকাজয়পুর- পেট্রোল ১০২.১৪ টাকা, ডিজেল ৯৫.৩৭ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৮.৭৫ টাকা, ডিজেল ৯১.৬৭ টাকানয়ডা- পেট্রোল ৯২.৯১ টাকা, ডিজেল ৮৬.৯৫ টাকাভোপাল- পেট্রোল ১০৩.৭১ টাকা, ডিজেল ৯৫.০৫ টাকাশ্রীগঙ্গানগর- পেট্রোল ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৯.৫০ টাকারীবা- পেট্রোল ১০৫.৯৩ টাকা, ডিজেল ৯৭.১১ টাকা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.