স্নান নিয়ে গবেষণা করতে গিয়ে ১২ বছর স্নান করেননি এই গবেষক!
Odd বাংলা ডেস্ক: এক বা দুইদিন অনেকেই স্নান ফাঁকি দিয়ে থাকবেন! তাই বলে ১২ বছর। ভাবা যায়!‘যারা রোজ স্নান করেন তাদের উপর কি পরীক্ষা করে দেখা হয়েছে তাহলে কে বলে রোজ স্নান করা ভালো অভ্যাস?’- এ প্রশ্ন যার তিনিই ১২ বছর স্নানহীন৷ পেশায় কেমিক্যাল ইঞ্জিনায়ার৷ শুনতে অবিশ্বাস্য হলেও, এই কাজই সম্ভব করে দেখিয়েছেন ডেভিড হুইটলক৷
ত্বকের যত্ন নিতে ব্যাকটেরিয়ার ভূমিকা কী প্রতিদিন স্নানের সময় ব্যবহৃত অ্যান্টিব্যক্টোরিয়াল প্রোডাক্ট কি ভুলিয়ে দিচ্ছে ব্যাকটেরিয়ার উপকার চলছে গবেষণা৷ আর গবেষণা হাতে কলমে করতে নিজেই ১২ বছর স্নান করেননি ডেভিড৷ তিনি চাকরি করেন ‘এওবিওম’ নামক সংস্থায়৷ মাটিতে থাকা ব্যাক্টিরিয়ারা কীভাবে দুর্গন্ধ দূর করতে পারে, কীভাবে তারা ত্বকের জন্য উপকারী হয়ে উঠতে পারে, সে বিষয়েই গবেষণা করছে এই সংস্থাটি৷ এই গবেষণার উপর ভিত্তি করে নির্দিষ্ট প্রোডাক্টও তৈরি করছেন তারা৷
এই সংস্থার মতে, আমাদের ত্বকে কিছু ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবে বাস করে, যেগুলো ত্বকের উপকারই করে৷ যদিও অ্যান্টিব্যাকটোরিয়াল বিভিন্ন ময়েশ্চরাইজার ব্যবহার করে সেগুলোকে প্রতিদিন মেরে ফেলি আমরা৷ স্নানের সময়ই ব্যবহৃত সাবান বা লোশনেই সাধারণত এটা হয়ে থাকে৷ তারা তাই কয়েক দশক ধরে চলতে থাকা স্নানের ধারনাটাই বদলে ফেলতে চাইছেন৷ শুধু তাদের প্রোডাক্ট বিক্রিই নয়, যে কোনো অ্যান্টিব্যাকটোরিয়াল ব্যবহার যে ত্বকের জন্য ভালো নয়, সে কথাই উঠে এসেছে তাদের গবেষণায়৷
এই গবেষণার টিমের সঙ্গেই যুক্ত ডেভিড৷ নানা রকমের রাসায়নিক প্রোডাক্টের হাত থেকে বাঁচতে তিনি স্নান করাই ছেড়ে দিয়েছেন৷ কিন্তু এতে কি তার শারীরিক সমস্যা হচ্ছে না এর উত্তরেই তিনি বলেন, যারা রোজ স্নান করে তাদের কি ডাক্তারি পরীক্ষা করে দেখা হয় তার অফিসেও অবশ্য এ নিয়ে কারো আপত্তি নেই৷ যেহেতু ডেভিডের শরীর থেকে সত্যি সত্যিই কোনো দুর্গন্ধ বেরচ্ছে না৷ তবে কতদিন এভাবে স্নান না করে কাটাবেন সে বিষয়ে হুইটলক জানাচ্ছেন, কোম্পানির গবেষণা পুরো হয়ে এই সত্যি প্রতিষ্ঠিত না হওয়া অবধি তিনি স্নান ছাড়াই থাকবেন৷
Post a Comment